আন্তর্জাতিক

বলসোনারোর ঘনিষ্ঠ সহযোগী প্যারাগুয়েতে গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঘনিষ্ঠ সহযোগী ও ফেডারেল হাইওয়ে পুলিশের সাবেক প্রধান সিলভিনি ভাসকুয়েসকে প্যারাগুয়েতে গ্রেপ্তার করা হয়েছে। 

অতি-ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর অভ্যুত্থান প্রচেষ্টায় সহযোগী হিসেবে দণ্ডিত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছিলেন ভাসকুয়েস। গতকাল শুক্রবার এল সালভাদরে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে প্যারাওয়ের অভিবাসন সংস্থা। 

শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্যারাগুয়ের ন্যাশনাল মাইগ্রেশন ডিরেক্টরেট (ডিএনএম) তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার প্যারাগুয়ের রাজধানী আসুসিওনের সিলভিও পেত্তিরোসি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাসকুয়েসকে গ্রেপ্তার করা হয়।

সংস্থাটি জানায়, ভাসকুয়েস একজন প্যারাগুয়েন নাগরিকের ছদ্মবেশ ধারণ করে অভিবাসন নিয়ন্ত্রণ ফাঁকি দেওয়ার চেষ্টা করায় তাকে ‘পরিচয় চুরি’র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনএম-এর বিবৃতিতে বলা হয়, ভাসকুয়েস পানামাগামী একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করছিলেন এবং তার শেষ গন্তব্য হিসেবে এল সালভাদরের নাম উল্লেখ করেছিলেন। তারা আরো জানায়, এই ওয়ান্টেড পুলিশ প্রধান তার নিজ দেশে বিচার এড়াতে ‘গোপনে’ প্যারাগুয়েতে প্রবেশ করেছিলেন।

প্যারাগুয়ের অভিবাসন কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ছবিতে ভাসকুয়েসের গ্রেপ্তার এবং শনাক্তকরণের দৃশ্য দেখা গেছে। অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, প্যারাগুয়ের সিউদাদ ডেল এস্তে এবং ব্রাজিলের ফোজ দো ইগুয়াসুকে সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ সীমান্ত পয়েন্টে ভাসকুয়েসকে ব্রাজিলীয় ফেডারেল পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

ব্রাজিলের হাইওয়ে পুলিশের সাবেক প্রধান ভাসকুয়েসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, ২০২২ সালের নির্বাচনে বামপন্থি ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার জন্য তিনি পুলিশ মোতায়েন করেছিলেন। ওই নির্বাচনে বলসোনারো বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন।

২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারের অপেক্ষায় থাকাকালীন ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর (পায়ে পরানো ট্র্যাকিং যন্ত্র) পরিয়ে নজরদারিতে রাখা হয়। চলতি মাসের শুরুর দিকে তাকে ২৪ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, যা গৃহবন্দী অবস্থায় কাটানোর কথা ছিল। সাজা ঘোষণার পরপরই তিনি ব্রাজিল থেকে পালিয়ে যান।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাসকুয়েস তার পায়ের অ্যাঙ্কেল মনিটরটি ভেঙে গাড়ি চালিয়ে সীমান্ত পার হয়ে প্যারাগুয়েতে ঢুকে পড়েন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েস শুক্রবার এই পলাতক আসামির বিরুদ্ধে প্রতিরোধমূলক আটকের আদেশ দেন। ভাসকুয়েসের আইনজীবী এই পালানোর চেষ্টার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৩ সালের অভ্যুত্থান প্রচেষ্টায় দণ্ডিত কর্মকর্তাদের মধ্যে ভাসকুয়েসই প্রথম নন যিনি পালানোর চেষ্টা করেছেন। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট সাবেক গোয়েন্দা সংস্থা পরিচালক আলেকজান্ডার রামাজেমকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, যিনি সেপ্টেম্বর মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

একই মাসে বিচারপতি মোরায়েস সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেও আটকের নির্দেশ দিয়েছিলেন। বলসোনারো একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করে তার অ্যাঙ্কেল মনিটর খোলার চেষ্টা করেছিলেন, যাকে আদালত বিচার এড়ানোর প্রচেষ্টা হিসেবে গণ্য করেছে।

৭০ বছর বয়সী বলসোনারো বর্তমানে প্রেসিডেন্ট লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে ষড়যন্ত্র করার দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। গত বৃহস্পতিবার হার্নিয়ার সমস্যার কারণে হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।