ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে হযরত বাবা শাহ সত্যপীরের মাজার ও পার্শ্ববর্তী কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে গেলে মাজারের গ্রিল ভাঙা এবং পাশের তিনটি কবর ভাঙচুর দেখেন।
স্থানীয়রা জানান, শাহ সত্যপীরের মাজারে কখনোই কোনো শিরক বা অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। তাদের দাবি, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, ‘‘মাজারের দানবাক্স থেকে কোনো অর্থ বা মালামাল চুরি হয়নি। তাই, প্রাথমিকভাবে এটি চুরির উদ্দেশ্যে হয়েছে বলে মনে হচ্ছে ন। ধর্মীয় উগ্রপন্থীদের ইন্ধনে এই ঘটনা ঘটতে পারে।’’
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’’