রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে গান, কবিতা, স্লোগানে উত্তাল শাহবাগ 

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কেউ দেশাত্মবোধক গান গেয়ে, কেউ জাতীয় কবি কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে, স্লোগানে স্লোগানে জানাচ্ছেন তাদের দাবি। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাতটায় রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে আসছেন। কর্মসূচিস্থলে ক্রমেই বাড়ছে লোকসংখ্যা। 

এ সময় উপস্থিত ছাত্র জনতা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিমজবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ স্লোগান দেন। 

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের আহ্বানে ক্ষুব্ধ সমর্থকেরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেওয়ার পর আবারো দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।

গত রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

তিনি এ সময় বলেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয় অবরোধ কর্মসূচি চলবে।’’