সারা বাংলা

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত

বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতা মারুফ চৌধুরী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিনি মারা যান।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে। এর আগে, বিকেল ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

নিহতের ফুফাতো ভাই ফেরদৌস খান ইমন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মারুফ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ওসি মং চেং লা বলেন, ‘‘কৃষকদল নেতার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাথরঘাটায় পৌঁছালে সুরতহালসহ আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’’