বিনোদন

তারকা ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা?

তারকা ফুটবলারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি! সম্প্রতি জনপ্রিয় একজন ফুটবলারের সঙ্গে দেখা যায় তাকে। মূলত, তারপর থেকে এ জুটির প্রেমের গুঞ্জন জোরালোভাবে চাউর হয়।  

‘আফরিকা কাপ অব ন্যাশন-২০২৫’ বা ‘আফকন-২০২৫’ ফুটবল ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। কারণ এ ম্যাচে খেলেন নোরার প্রিয় মানুষটি। কেবল খেলা দেখার টানেই নয়, বরং তারচেয়েও বেশি ‍কিছু বলে জানিয়েছে পিঙ্কভিলা। 

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেন যে, নোরা ফাতেহি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। আর সেখান থেকেই পর্যবেক্ষকরা নানা সমীকরণ মিলিয়েছেন। এর আগে দুবাইয়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার মরক্কোতে তাদের উপস্থিতি সেই জল্পনাকে আরো উসকে দিয়েছে। দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান, বিশেষ করে নোরা ফাতেহি। কারণ এ অভিনেত্রী আপাতত তার কাজে পুরোপুরি মনোযোগ দিতে আগ্রহী। 

তবে তারকা ফুটবলারের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। আর এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই আইটেম কন্যা।  

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী।    

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।   

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি। 

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে নোরা ফাতেহির। গুঞ্জন রয়েছে ‘কাঞ্চনা ফোর’ সিনেমায়ও অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তাছাড়া রজনীকান্তের ‘জেলার টু’ সিনেমার আইটেম গানেও তাকে দেখা যেতে পারে।