সারা বাংলা

পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আলতাফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে এসে নির্বাচনের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকলেও দেশের ২০ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে আনবে।”

এসময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারাণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে, বেলা ১১টার দিকে পটুয়াখালী-৪ আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন দাখিল করা হয়।

কলাপাড়ার ইউএনওর কাছে পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন দাখিল করেন নেতাকর্মীরা

কলাপাড়া উপজেলা সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বাধীন ৫ সদস্যদের একটি দল। 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।”