সারা বাংলা

যারা এ দেশকে ভালোবাসে না, তারা চক্রান্ত করছে: মিয়া নুরুদ্দিন

যারা এ দেশকে ভালোবাসে না, যারা এ দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে নিতে চায়; তারা চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “আমরা জনগণকে বলতে চাই, চক্রান্তকারীরা চক্রান্ত করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, এটাই হতে যাচ্ছে।” 

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। পুরো দেশবাসীকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল। আজকের এইদিনে যারা নতুন ভোটার হয়েছেন, যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের সবার মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।”