পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ রবি আজিয়াটা পিএলসির সঙ্গে একটি এ২পি (অ্যাপ্লিকেশন-টু-পারসন) অ্যাগ্রিগেটর চুক্তি সম্পাদন করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় কে অ্যান্ড কিউ লিমিটেড রবি আজিয়াটা পিএলসির জন্য এ২পি অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রদত্ত লাইসেন্সের অধীনে এই সেবা পরিচালিত হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে করপোরেট এসএমএস ও ডিজিটাল কমিউনিকেশন সেবায় কে অ্যান্ড কিউয়ের কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি এটি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এ২পি সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছে নোটিফিকেশন, ওটিপি, ট্রানজ্যাকশনাল ও প্রোমোশনাল বার্তা পাঠাতে পারে, যা বর্তমানে টেলিযোগাযোগ খাতে দ্রুত সম্প্রসারিত একটি সেবা।
এর আগে গত ১১ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এ২পি অ্যাগ্রিগেটর চুক্তি সম্পাদন করেছে কে অ্যান্ড কিউ কর্তৃপক্ষ।