ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আবদুল হক।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। এর আগে, ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে এ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল দলটি।
অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আবদুল হক বলেন, ‘‘রবিবার মোবাইলে মনোনয়ন পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। এটা আমি আল্লাহর রহমত মনে করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’’
তিনি আরো বলেন, ‘‘আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব। এই এলাকার প্রচুর সমস্যা রয়েছে, তা সমাধানে ভূমিকা রাখব।’’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কেরাণীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির মো. আবদুর রহিম বলেন, ‘‘দল থেকে আবদুল হকের মনোনয়ন পাওয়ার বিষয়ে এখনো আমাদের কিছু জানায়নি। নির্দেশনা পেলে সেই মোতাবেক কাজ করব।’’
ঢাকা-২ আসনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।