ভ্রমণ

সুন্দরবনে ভ্রমণের আনন্দ দ্বিগুণ করবে বনলতা ইকো রিসোর্ট

অনেক পর্যটক আছেন যারা সুন্দরবন ভ্রমণে গিয়ে বনের প্রকৃতি কাছ থেকে দেখতে চান। জানতে চান অরণ্যের গভীর রহস্য। গা ছমছম অনুভূতি, রোদ-আলোর লুকোচুরির অনুভবের পাশাপাশি নিরাপদ আনন্দদায়ক ভ্রমণ তাদের উদ্দেশ্য। সেইসব পর্যটকদের সুন্দরবনে ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে তুলবে বনলতা ইকো রিসোর্ট। 

সুন্দরবন ভ্রমণে নতুন প্যাকেজ দিচ্ছে বনলতা ইকো রিসোর্ট। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাঘ, হরিণ, কুমির, বন, পানি। যান্ত্রিক কোলাহল থেকে, ইট-পাথরের জীবন থেকে ঘুরতে, মন প্রফুল্ল করতে, ক্লান্তি দূর করতে অনেকেই এই শীতে নানা জায়গায় ঘুরতে যাচ্ছেন। আপনার বেড়ানোর জায়গাটি হতে পারে মোংলায় (সুন্দরবনে) বনলতা ইকো রিসোর্ট। 

ঢাকা থেকে মোংলার বা খুলনার বাসে গিয়ে নামবেন কাটাখালি বা লাউডোভ ফেরিঘাটে। তারপর আপনার আর কিছু করতে হবে না। রিসোর্টের ব্যবস্থাপনায় আপনি যাবেন তাদের রিসোর্টে।  থাকবেন সুন্দরবনের একদম ভিতরে, ঘুরবেন প্রাণখুলে।

আপনার কটেজ বা রুমের নিচে থাকবে সুন্দরবনের নদীর পানি ও সেই বিখ্যাত গাছগুলো। রুমের বারান্দায় বসলে দেখবেন নদী, বানর, প্রাকৃতিক অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য। 

জনপ্রতি ২ হাজার ৪৯৯ টাকায় ঘুরে আসা যাবে সুন্দরবনের কোলঘেঁষে এই মনোরম রিসোর্ট থেকে। এই প্যাকেজে থাকছে তিন বেলা খাবার এবং রিসোর্টে একদিন/এক রাত থাকার সুযোগ। ডিঙ্গি নৌকা নিয়ে সুন্দরবনের ক্যানেলে ভ্রমণ ও লাউডোপ ফেরিঘাট থেকে বাই রোডে রিসিভ অ্যান্ড ড্রপ।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে যান্ত্রিক শব্দ কোলাহলে হাঁপিয়ে উঠলে ঘুরে যেতে পারেন। যা আপনাকে মানসিক শান্তির সাথে সাথে একটি ভালো ভ্রমণ অভিজ্ঞতা দেবে। বন্য পরিবেশ, জোয়ার-ভাটার খেলা, কুয়াশার হাতছানির মধ্যে অপরূপ সুন্দরবন একইসাথে কতটা রোমাঞ্চকর হতে পারে ভেবে দেখুন তো। এটাই কিন্তু সময় প্রকৃতির রানী ম্যানগ্রোভ সুন্দরবনকে খুব কাছ থেকে উপলব্ধি করার। 

রুম বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করুন: ০১৯১১-৫২০৬২৫, ০১৯৯৮-৮০৯৪৬৪ নম্বরে।