শীতে কাবু হয়ে পড়ছেন উত্তরের জেলা দিনাজপুরের মানুষ। গরম কাপড় আর খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুদিনে এই জেলার তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত দুদিনে দিনাজপুরে দিনের তাপমাত্রা কমেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস। ২৬ ডিসেম্বর এ জেলায় দিনের তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার দিবাগত রাতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানও প্রায় কাছাকাছি। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান যত কম হয়, শীতের অনুভূতি ততো তীব্র হয়।
চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা।
তোফাজ্জল হোসেন জানান, আজ সোমবার সকাল ৬টায় দেশের কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১২.০, নীলফামারীর সৈয়দপুরে ১৩.০, রংপুরে ১৩.২, বগুড়ায় ১২.৭, রাজশাহীতে ১২.৫, পাবনার ঈশ্বরদীতে ১২.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৪, নীলফামারীর ডিমলায় ১৩.০, নওগাঁর বদলগাছিতে ১১.৭, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১২.৮ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।