সারা বাংলা

কুয়াশায় এক্সপ্রেসওয়েতে উল্টে গেল ট্রাক, আহত ৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে ঘন কুয়াশার কারণে রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দেড় ঘণ্টার মতো সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকে মেলার ডেকোরেশনের মালামাল, ব্যাবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল। 

তিনি জানান, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে ট্রাকটি সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন আহত হন। ট্রাকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।