খেলাধুলা

টস জিতে বোলিংয়ে রংপুর

বিপিএলের দ্বাদশ আসরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে তারা। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন রংপুরের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। তিনি অবশ্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম ম্যাচে জয় পাওয়া চট্টগ্রাম রয়্যালস তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথম ম্যাচে খেলা জিয়াউর রহমান ও মাসুদ গুরবাজ নেই আজ। তাদের পরিবর্তে একাদশে এসেছেন অ্যাডাম রসিংটন ও তানভীর ইসলাম।

চট্টগ্রাম রয়্যালস:  মোহাম্মদ নাইম, মির্জা তাহির বেগ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), মাসউদ গুরবাজ, মাহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম।

রংপুর রাইডার্স: ডেভিড মালান, লিটন দাস, তৌহিদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটকিপার ও অধিনায়ক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকীম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।