আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, “সুষ্ঠু নির্বাচন হবে কিনা জানি না। কারণ যারা প্রার্থী হয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। তারা প্রত্যেকেই গানম্যান চাচ্ছেন। সবাই গানম্যান চেয়েছে, এ জন্য আমিও গানম্যান চেয়েছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু দেখা যাচ্ছে, তবে ভোটের মাঠে কি হবে জানি না।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র উত্তোলনের আগে তিনি এ কথা বলেন। ‘আম জনতার দল’ থেকে প্রজাপতি প্রতীক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম। বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।
হিরো আলম সাংবাদিকদের জানান, সবার সঙ্গে কথা বলে তিনি আম জনতার দল থেকে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, “এর আগে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করেছিলাম, তারেক রহমান ভাইকে সম্মান জানিয়ে এই আসন থেকে নির্বাচন করছি না। অনেকেই আমাকে এই আসনে প্রার্থী হতে উস্কানি দিয়েছিল। আমি কারো কথা শুনিনি।”
হিরো আলম ২০২৩ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন। একই বছরের ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম।