সারা বাংলা

ভিপি নুরের আসনে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী-৩ আসনে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। অথচ, বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে এ আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিএনপি জোটের। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র ফরম জমা দেন হাসান মামুন। 

পটুয়াখালী-৩ আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক মো. শাহ আলম ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সন্ধ্যার মধ্যে নুরুল হক নুর তার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপি নেতা হাসান মামুন প্রার্থী হলে পাল্টে যাবে ভোটের হিসাব-নিকাশ। 

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।