সারা বাংলা

বরিশালে বিএনপির মনোনয়ন দ্বন্দ্ব, ২ আসনে বিদ্রোহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বরিশালের ৬টি আসনের মধ্যে ২টি আসনে বিএনপির দু্ইজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

বরিশাল-১ (আগৈলঝাড়া–গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।