রংপুরে বাবাকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মাসুদ নামের এক যুবক।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল মিয়া (৫০)। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।
স্থানীয়রা জানিয়েছেন, কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা চালান মাসুদ। এতে নুরুল গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বাবাকে হত্যার মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নেয়।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর বলেছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা হলে মাসুদকে আদালতে পাঠানো হবে।