রাজনীতি

রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা কখনও ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম, তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন।”

তিনি বলেন, “আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। যা অপূরণীয়। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি যে আমাদের মাঝে নেই, এটা ভাবতেও পারছি না।”