দেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। বর্ষীয়ান এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেডারেশনের অধীনে পূর্বনির্ধারিত সকল ফুটবলীয় আয়োজন ও ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক শোকবার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও নেতৃত্বের প্রতীক’ হিসেবে অভিহিত করেছে। বাফুফে তাদের বার্তায় উল্লেখ করে, দেশ আজ একজন প্রভাবশালী ও দূরদর্শী নেত্রীকে হারিয়েছে, যার সংগ্রামী জীবন এবং বলিষ্ঠ নেতৃত্ব একটি প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের ক্রীড়া পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
কেবল ফুটবল নয়, দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনেই আজ শোকের আবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এর ফলে সিলেটে চলমান বিপিএল-এর গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থার এই তাৎক্ষণিক সিদ্ধান্তে আজ মাঠের লড়াই আপাতত থমকে দাঁড়িয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি নিউমোনিয়া এবং কিডনি ও লিভারের সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের প্রাণপণ প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরদিনের জন্য পাড়ি জমালেন এই আপসহীন নেত্রী।