সারা বাংলা

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে—কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন ও টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে মালামাল নিয়ে কাভার্ডভ্যানে করে রংপুরে যাচ্ছিলেন তাকওয়া ফুডের বিক্রয় প্রতিনিধি (এসআর) সোহাগ হোসেন। এ সময় মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন কাভার্ডভ্যানের চালক এবং আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে, দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও কাভার্ডভ্যান উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।