আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ ওমান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিং। তবে বড় চমক হয়ে এসেছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আমির কালিমের বাদ পড়া। এশিয়া কাপে দলের অন্যতম সেরা পারফরমার হওয়া ৪৩ বছর বয়সী এই অলরাউন্ডারের জায়গা হয়নি বিশ্বকাপ দলে।
জতিন্দরের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার বিনায়ক শুক্লা। এশিয়া কাপের স্কোয়াডের তুলনায় বিশ্বকাপ দলে পাঁচটি পরিবর্তন এনেছে ওমান ক্রিকেট বোর্ড।
নতুন করে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ওয়াসিম আলি, করণ সোনাভালে ও জে ওডেড্রা। সঙ্গে পেস বিভাগে যুক্ত হয়েছেন শফিক জান ও জিতেন রামানান্দি। রামানান্দি, ওডেড্রা ও ওয়াসিম এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন। অন্যদিকে শফিক জান ওমানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে, যেখানে সোনাভালেও অংশ নিয়েছিলেন।
এশিয়া কাপে দলের হয়ে দুটি হাফসেঞ্চুরি করা আমির কালিম ছিলেন টুর্নামেন্টের উজ্জ্বল মুখগুলোর একজন। পরবর্তীতে বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেন তিনি। তবুও শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থার তালিকায় জায়গা হয়নি তার। যা নিঃসন্দেহে বড় এক সিদ্ধান্ত।
ওমান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জতিন্দর সিং এই ফরম্যাটে দলের সর্বোচ্চ রানসংগ্রাহকও। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা না পেলেও এবার অধিনায়ক হিসেবেই বিশ্বমঞ্চে ফিরছেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে ওমানের সঙ্গী হিসেবে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ অভিযান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, করণ সোনাভালে, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রামানান্দি ও হাসনাইন আলি শাহ।