রাজনীতি

জিয়ার মাজারে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুতে শোকাহত দেশ। তার মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন জেলা থেকে দলের নেতাকর্মীরা সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ভিড় করেন। সেখানে নেতাকর্মীদের কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জিয়া উদ্যানে গিয়ে দেখা যায়, নেতাকর্মীরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করছেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষদেরকে কাঁদতে দেখা যায়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পলাশ খান রাইজিংবিডি ডটকমকে বলেন, “তিনি ছিলেন বাংলাদেশের বাতিঘর।তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বাংলাদেশের স্বার্থে কখনো আপস করেনি। তাই তাকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি নেতাকর্মীদের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন। ভালোবেসে কাছে টেনে নিতেন। আমি যখন তার মৃত্যুর খবর শুনতে পাই, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার কান্নায় পরিবারের সবাই ভয় পেয়ে গিয়েছিল।আজ বাংলাদেশ সত্যিকারের মা হারাল।”

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সাইফুল হোসেন জিসান রাইজিংবিডি ডটকমকে বলেন, “বেগম জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। তাকে শত নির্যাতন করেও এই দেশ থেকে বিতাড়িত করতে পারেনি হাসিনা। তিনি এই দেশ ও এই দেশের মানুষকে ভালোবেসেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য দোয়া করি মহান আল্লাহতালা তাকে যেন জান্নাতবাসী করেন।”

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।