সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ। এ সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তথ্য বিবরণীতে বলা হয়, বেগম খালেদা জিয়ার জানাজা ৩১ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া, শহীদ জিয়া মাজারে আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ। এ সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না।