সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের নির্বাহী আদেশে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষনা করায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে এদিন ব্যাংক হলিডে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে এদিন ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। বার্ষিক হিসাব সমাপনী, ২০২৫ এর সাথে সংশ্লিষ্ট শাখা ও বিভাগ ব্যাংক নিজেদের বিবেচনায় খোলা রাখবে। তবে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংক বন্ধ থাকার কারণে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।