আইন ও অপরাধ

ইংরেজি নববর্ষে আতশবাজি, ফানুস ও পটকা ব্যবহার নিষিদ্ধ

ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আতশবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফাটানো নি‌ষিদ্ধ ক‌রে‌ছে সরকার। 

বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধকল্পে এমন নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরকারের এক তথ‌্য বিবরণীতে এ কথা জানানো হওয়‌ছে।

সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সাথে পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারাদেশে ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফাটানো যাবে না। এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দ দূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়, সর্বোপরি নানাভাবে পরিবেশের ক্ষতি করে।