রাজনীতি

খালেদা জিয়ার লড়াইকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বেগম খালেদা জিয়ার লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এটাই আমাদের আজকের প্রত্যাশা।”

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই শেষ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‌ “চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। এই ক্রান্তিকালে ওনার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল।”

নাহিদ ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের সংগ্রামে, সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপসহীন মনোভাব, দৃঢ়তা দেশের মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়া অনুপ্রেরণা। দেশের সার্বভৌমত্ব রক্ষায়, আধিপত্যবাদ থেকে মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চব্বিশের প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।