বিনোদন

বছর শেষে বিদেশে উড়ে গেলেন একঝাঁক তারকা

প্রত্যেক বছরের শেষ লগ্নে ভারতের তারকাশিল্পীরা উড়ে যান বিদেশে। কেউ কেউ স্ত্রী-সন্তানদের নিয়ে, কেউবা প্রেমিকাকে নিয়ে পাড়ি জমান পছন্দের দেশে। উদ্দেশ্য, নিজেদের মতো করে অবসর যাপন ও নতুন বছরকে স্বাগত জানানো। এবারো তার ব্যত্যয় ঘটেনি। বলিউড ও ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা বিদেশে গিয়েছেন। তাদের নিয়েই এই প্রতিবেদন—

রণবীর-দীপিকা বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের সাত বছর পর অর্থাৎ গত বছরের শেষের দিকে প্রথম সন্তানের বাবা-মা হন এই যুগল। মা হওয়ার পর কন্যাকে নিয়েই সময় কাটাচ্ছেন দীপিকা। সেসব অভিজ্ঞতাও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় জানান দিয়েছেন এই অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এখনো কাজে ফেরেননি তিনি। দীপিকার মতো রণবীরও কাজ থেকে দূরে রয়েছেন। যদিও একটি সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন এই নায়ক। বছর শেষে এই তারকা দম্পতি ভারত ছেড়েছেন। গত ২২ ডিসেম্বর, তাদেরকে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায়। নতুন বছরকে স্বাগত জানাতে তারা উড়াল দেন। এই প্রেমিক জুটিকে কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায়। দীপিকা-রণবীর কোথায় ছুটি কাটাবেন তা অবশ্য জানা যায়নি।   রাশমিকা-বিজয় ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। চলতি বছরে বাগদান সেরেছেন এই প্রেমিক যুগল। নতুন বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়ার গুঞ্জন উড়ছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। যাইহোক, ২৫ ডিসেম্বর, বড়দিনে রাশমিকা-বিজয় ভারত ছাড়েন। এদিন ভোরবেলায় এই জুটিকে একসঙ্গে দেখা যায় হায়দরাবাদ বিমানবন্দরে। খুব সাধারণ পোশাকে নীরবে বিমানবন্দরে প্রবেশ করেন তারা। তারপরও উপস্থিত সকলের দৃষ্টি কাড়েন এই দুই তারকা। নববর্ষের ছুটি কাটাতে বিদেশে উড়ে গেলেন বিজয়-রাশমিকা। তবে তারা কোন দেশে অবসর কাটাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রেমের সম্পর্কের মতোই এ বিষয়টিও গোপন রেখে চর্চার উপাদান রেখে গেলেন তারকা যুগল।

আমির খান-গৌরি কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভাঙার পর বেশ কিছু দিন সিঙ্গেল জীবনযাপন করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পার্টনার বিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ষাট বছরের আমির। চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রেমিকা গৌরি স্প্রাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হইচই ফেলে দেন ‘দঙ্গল’ তারকা। বছর শেষে প্রেমিকা গৌরিকে নিয়ে বিদেশে উড়ে গেলেন আমির। গত ২৬ ডিসেম্বর, মুম্বাই এয়ারপোর্ট থেকে বিমানে উঠেন তিনি। গৌরির সঙ্গে তার পুত্রও রয়েছেন। তাছাড়া আমির খানের ভাগ্নে ইমরান খানসহ পরিবারের আরো কয়েকজন সদস্যকে এয়ারপোর্টে দেখা গিয়েছে। নতুন বছর উদযাপন উপলক্ষে তাদের এই সফর। তবে কোন দেশে উড়ে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

রণবীর-আলিয়া বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কয়েক বছর আগে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। ২০২৩ সালে ‘অ্যানিমেল’ সিনেমা উপহার দিয়ে তাক লাগিয়ে দেন রণবীর। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আলিয়া ভাট অভিনীত কোনো সিনেমা চলতি বছরে মুক্তি পায়নি। তবে এ দম্পতি আলাদা আলাদা বেশ কটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বছর শেষে বিদেশে উড়ে গেলেন তারা। গত ২৮ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় তাদের। নতুন বছরকে স্বাগত জানাতে বিদেশে উড়াল দেন এই যুগল। তবে কোন দেশে অবসর কাটাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। 

সাইফ-কারিনা বলিউডের পাওয়ার কাপল সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। দুজনেই এখন কাজ কমিয়ে দিয়েছেন; পরিবারের সঙ্গে অধিক সময় কাটে তাদের। সাইফ আলী খান অভিনীত ‘জুয়েল থিফ’ সিনেমাটি চলতি বছরে মুক্তি পেয়েছে। এটি তার অভিনীত একমাত্র সিনেমা। তবে কারিনা কাপুর খানের কোনো সিনেমা এ বছর মুক্তি পায়নি। নতুন বছরকে স্বাগত জানাতে বছর শেষে বিদেশে উড়াল দিলেন এই দম্পতি। গত ২৬ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় সাইফ-কারিনাকে। এসময় তাদের সঙ্গে ছিল ছোট দুই পুত্র। তবে কোন দেশে নতুন বছর উদযাপন করেন তারা, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

তারা সুতারিয়া-বীর পাহাড়িয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। জোর গুঞ্জন উড়ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া। এ জুটির প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিদেশে গিয়ে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান। ডিসেম্বরের শুরুর দিকে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দেন তারা সুতারিয়া। এবার প্রেমিককে নিয়ে নতুন বছর স্বাগত জানাতে বিদেশে উড়াল দিলেন এই অভিনেত্রী। গত ২৬ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় তাদের। তবে কোন দেশের উদ্দেশ্যে ভারত ছাড়লেন সে বিষয়ে কিছু জানা যায়নি। 

সিদ্ধান্ত-পূজা-ইশান বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান কাট্টার ও অভিনেত্রী পূজা হেগড়ে। পর্দার জনপ্রিয় এই তিন মুখ বাস্তব জীবনেও খুব ভালো বন্ধু। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পূর্বেই বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করেন তিন বন্ধু। পরিকল্পনা অনুযায়ী গত ২৮ ডিসেম্বর পৌঁছে যান এয়ারপোর্টে। কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন হননি। ফলে তাদের ফ্লাইট বাতিল হয়ে যায়। এরপর আটকে পড়েন এয়ারপোর্টে। সেখান থেকে ভিডিও বার্তায় এসব তথ্য জানান। সিদ্ধান্ত-ইশান হতাশ হলেও সিদ্ধান্তে অটল ছিলেন পূজা। সবশেষ তিন বন্ধু বিদেশে পাড়ি জমাতে সক্ষম হয়েছেন। তবে কোন দেশে একসঙ্গে ছুটি কাটাবেন সে বিষয়ে কিছু জানাননি তারা।