সারা বাংলা

দেশের তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। ফলে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে, ঘন কুয়াশার ও প্রচণ্ড শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। 

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।