জাতীয়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ঢাকায়  পৌঁছেছেন।  

ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশনের একজন মুখপাত্র জানান, ভিজিতা হেরাথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাল তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদের বরাত দিয়ে জানানো হয়, বিমানবন্দর থেকে ভিজিতা হেরাথ সরাসরি খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হন।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেবেন।