মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩টায় খালেদা জিয়ার জানাজা শুরু হওয়ার আগে কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি মহরুমা খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত যারা আছেন আপনাদের কারো কাছ থেকে আমার মা ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করবো।
এছাড়া তিনি আরো বলেন, “তাঁর জীবদ্দশায় কোনো কথা বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।”
এর আগে কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও জনগণের স্বার্থে ছিলেন আপসহীন। তিনি বরাবর ছিলেন মানুষের পাশে। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে হয়ে উঠেছিল ‘ইমার্জিং টাইগার’।”