রাজনীতি

খা‌লেদা জিয়ার প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা, শোক বইয়ে স্বাক্ষর 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি  শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির নেতারা ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং সাবেক মন্ত্রী পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এসময় জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।

এর আ‌গে বেগম জিয়ার নামা‌জে জানাজায় অংশ নেন জাতীয় পা‌র্টির নেতারা।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আনিসুল ইসলাম ও রুহুল আমিন।

এক বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।  রাজনীতির যে সাহসী শিক্ষা ও আদর্শ তিনি দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তার ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন স্মরণে রাখবে।