প্রতিটি মানুষের জীবন অত্যন্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে কাজে পরিণত করতে দরকার সঠিক পরিকল্পনা ও কর্মকৌশল। নিজেকে যত বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন, তত বেশি সফল হবেন। কিছু বিষয়ে সচেতন হলে অনেক সমস্যা জয় করা যায়। একমাত্র মানুষই পারে তার সীমাবদ্ধতা অতিক্রম করে সাফল্য করায়ত্ত করতে।
জ্যোতিষশাস্ত্র সম্ভাব্য বিষয়ের ওপর আলোকপাত করে, কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবে তা বলে না। ২০২৬ সালে আপনার রাশিতে কী আছে চলুন দেখে নেওয়া যাক।
মেষ || ২১ মার্চ-২০ এপ্রিল
প্রধান বৈশিষ্ট্য: সাহসী, অগ্রগামী, আগ্নেয় ও পুরুষ
প্রভাবকারী গ্রহ: মঙ্গল
শুভ সংখ্যা: ৯
শুভ বার: মঙ্গলবার
শুভ তারিখ: ৩, ৯, ১২, ১৮, ২১, ২৭, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: লাল, নীল ও বেগুনী
মেষ রাশির জাতক-জাতিকারা ২০২৬ সালে আপনার উদ্যম আত্মবিশ্বাসের জন্য বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন। ২০২৬ সাল মেষ রাশির জন্য কর্ম রূপান্তরের বছর। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ ওঠানামা দেখা দিতে পারে। বছরের শুরুতে রাশিচক্রে গ্রহের অবস্থানজনিত কারণে আপনার মধ্যে সংবেদনশীলতা বাড়তে পারে। এ বছর আপনি বস্তুতান্ত্রিক সফল সাফল্য বা ক্ষমতা সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভে আগ্রহী হয়ে উঠবেন। প্রচন্ড জেদ স্বভাবের কারণে প্রেম, বিবাহ, বন্ধুত্ব পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে তাড়াহুড়ো করা প্রবণতা, বেপরোয়া মনোভাব নিয়ন্ত্রণ প্রয়োজন। নানা কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেলেও আর্থিক বিষয়ে সফলতা আসবে। পেশাগত কর্মজীবনে আর্থিক উন্নতি, পদোন্নতি যোগ আছে। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য ভালো সময়। ২০২৬ সালে মেষের জাতক-জাতিকারা দৈনন্দিন জীবনযাপনে কঠোর পরিশ্রম করতে বাধ্য হবেন। কর্মক্ষেত্রে মাঝেমধ্যেই উদ্বেগ, উৎকন্ঠা, বাড়তে পারে। আর্থিক সঞ্চয়ের প্রতি মনোযোগী হোন। অনেকেই নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। এ বছর আপনার দাম্পত্য জীবন খুব ভালো যাবে। প্রিয়জন ও সন্তান নিয়ে কোনো শুভ বার্তা পাবেন। ক্রীড়াবিদদের ক্ষেত্রে বছরটা শুভ। শরীর-স্বাস্থ্য এ বছর মোটামুটি ভালো থাকবে আশা করা যায়। এ বছর শুভ গ্রহের অবস্থানগত কারণে দেহে শক্তি, সজীবতা জুগিয়ে শরীর স্বাস্থ্যের জন্য অনুকূল থাকবে। গণসংযোগ বিষয়ে সুফল লাভের সম্ভাবনা। কোনো সংযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ ও চুক্তি সম্পাদনে অগ্রগতি হবে। বছরের মধ্যভাগে বিনিয়োগ, লেনদেনে বিশেষ সতর্ক থাকতে হবে। এই বছর বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা রয়েছে।মানসিক চাপ ও অস্থিরতা নিয়ন্ত্রণে নিয়মিত মেডিটেশন করুন।
বৃষ রাশি || ২১ এপ্রিল-২০ মে
প্রধান বৈশিষ্ট্য: সৃজনশীল প্রতিভা, অধ্যবসায়ী ও একগুঁয়ে
প্রভাবকারী গ্রহ: শুক্র
শুভ সংখ্যা: ৬
শুভ বার: শুক্রবার, বুধবার, শনিবার
শুভ তারিখ: ৫, ৬, ১৪, ১৫, ২৩, ২৪ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: সাদা, গোলাপী, সবুজ
২০২৬ সালের শুরুতে বিভিন্ন বাধা বিঘ্ন দিয়ে শুরু হলেও ধাপে ধাপে অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এ বছর আপনার ব্যবসা অথবা চাকরি ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা অপসারিত হয়ে নতুন গতি লাভ করবে। চাকরিজীবীদের বদলি অথবা পদোন্নতির বিষয়টি সহজ হতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। পেশাগত কাজে সহকর্মী অধীনস্থদেরকে সহজে প্রভাবিত করতে পারবেন। সেই সাথে তাদের সহযোগিতা পাবেন। এই বছর শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। শৃঙ্খলা পরায়ন ও সময় সদ্ব্যবহার না করলে সাফল্য লাভে ব্যর্থ হবেন। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র অবস্থা বিরাজ করবে। গলার সমস্যা, সর্দি কাশি অথবা ঠান্ডা সংক্রান্ত ব্যাধিতে ভোগার আশঙ্কা রয়েছে। স্বল্প সময়ের জন্য হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে অবস্থান নিতে হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মাঝেমধ্যে কঠিন হবে। পেশাগত কাজে গোপন সত্যতার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। শিক্ষার্থীরা যথেষ্ট শৃঙ্খলা ও পরিশ্রমী না হলে আশারূপ রেজাল্ট হবে না। সৃজনশীল ও শৈল্পিক বিষয় সাফল্য আসবে। বন্ধুবান্ধব নির্বাচনে সতর্কতা প্রয়োজন। খেলাধুলা, গবেষণা কর্মে জড়িত ব্যক্তিরাও সুফল পাবেন আশা করা যায়। পিতা-মাতার স্বাস্থগত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রেম-ভালোবাসার ব্যাপারে বছরটি অনেকটাই অনুকূল। বিয়ের জন্য বছরের মধ্যভাগ থেকে শুভ বলা যায়। বাড়িঘর, জমি সংক্রান্ত বিষয়ক কোনো জটিলতা থাকলে তার অবসান হবে। প্রয়োজনের অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্কতা প্রয়োজন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যেকোনো আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আত্মকেন্দ্রিক স্বার্থপর কর্তৃত্ব পরায়ণ মানসিকতাসম্পন্ন লোকদের এড়িয়ে চলুন।
মিথুন রাশি || ২১ মে-২০ জুন
প্রধান বৈশিষ্ট্য: বুদ্ধি, বিষম, বায়বীয় ও পুরুষ রাশি
প্রভাবকারী গ্রহ: বুধ
শুভ সংখ্যা: ৫
শুভ বার: বুধবার ও শুক্রবার
শুভ তারিখ: ৩, ৫, ৬, ১২, ১৪, ১৫, ২১, ২৩, ২৪, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: সবুজ, সাদা, হলুদ
২০২৬ সাল মিথুন রাশির জন্য শুভ সম্ভাবনাময়। রাশিচক্রে কিছু গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্দেশ করছে কিছু শুভ বার্তা। কর্মজীবনে তৎপর থাকুন, শুভ ফল পাবেন। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অন্যের ওপর নির্ভর করা ঠিক হবে না। যেকোনো যোগাযোগের পথ হবে সহজ ও সুগম। ব্যবসায়িক অংশীদার বা প্রভাবশালী কারো সঙ্গে আর্থিক ঝামেলার আশঙ্কা আছে। শরীর-স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা প্রয়োজন। সন্তানের নতুন কোনো প্রতিভা আলোচিত হতে পারে। কথাবার্তা ও আলোচনায় সতর্কতা প্রয়োজন। শত্রুতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক জীবনে প্রয়োজনে কৌশলী হন। বিদ্যার্থীরা এ বছর আশানুযায়ী সাফল্য পাবেন। সাংগঠনিক কাজকর্মে সাফল্য আসবে। তবে বন্ধু নির্বাচনে সচেতন হওয়া প্রয়োজন। জায়গা জমি, স্থাবর সম্পত্তি বা ঘরবাড়ি ক্রয়-বিক্রয় জন্য অনুকূল বলা যায়। আত্মীয়-স্বজন কারো সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বা মতানৈক্য হলে ইতিবাচক, সহনশীল হোন। কর্মে পদোন্নতি ও কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ও সামাজিক জীবনে আপনার গুরুত্ব বাড়বে। বছরের শেষভাগে বিশেষ সতর্ক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দূর পাল্লা ভ্রমণ বা যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
কর্কট রাশি || ২১ জুন-২০ জুলাই
প্রধান বৈশিষ্ট্য: ধৈর্যশীল, জলীয় ও স্ত্রী রাশি
প্রভাবকারী গ্রহ: চন্দ্র
শুভ সংখ্যা: ২
শুভ বার: সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ তারিখ: ২, ৩, ৯, ১১, ১২, ১৮, ২০, ২১, ২৭, ২৯, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: সাদা, বেগুনী, হলুদ
২০২৬ সালে মূল্যবোধ বৃদ্ধি পাবে, সেই সাথে আপনার যে গুণই থাকুক না কেন তা বিকাশ লাভ করবে। পেশাগত কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে তা সত্ত্বেও আপনি সফল হবেন। জায়গা জমি ক্রয় বিক্রয়, খাদ্যবস্তু, দাতব্য প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি, আইনি বিষয়, অধ্যাপনা, ভ্রমণ সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্তদের জন্য ভালো সুযোগ ও সাফল্য আসবে। আত্মীয়-স্বজন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতা-মাতার শারীরিক সমস্যা বড় চিন্তার কারণ হতে পারে। শিক্ষার্থীর জন্য অনুকূল সময়। দেশ-বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে জোর প্রচেষ্টা অব্যাহত থাকলে বাধা বিঘ্ন অতিক্রম করে লক্ষ্য অর্জন সম্ভব। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, সেক্ষেত্রে ইতিবাচক ও সহনশীল থাকাই ভালো হবে। কেউ কেউ পুরোনো জীবিকা বা কর্মস্থান ছেড়ে অন্য কোনো পেশা বা জীবিকায় নিযুক্ত হতে পারেন। বছরটি বন্ধুবান্ধব, গোষ্ঠী সংগঠনের বিষয়ে শুভ বলা যায়। সাংগঠনিক কর্মকাণ্ডে ঝামেলা, জটিলতা কম হবে। শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। পাকস্থলী সংক্রান্ত রোগে ভুগতে পারেন।
সিংহ রাশি || ২১ জুলাই-২০ আগস্ট
প্রধান বৈশিষ্ট্য: সাহসী, কর্তব্যনিষ্ঠ ও সহানুভূতিশীল
প্রভাবকারী গ্রহ: রবি
শুভ সংখ্যা: ১
শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
শুভ তারিখ: ১, ২, ৭, ১০, ১১, ১৬, ১৯, ২০, ২৫, ২৮, ২৯ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: লাল, বেগুনী, হলুদ
২০২৬ সাল সিংহ রাশির জাতক-জাতিকার সৌভাগ্য ও সাফল্যের বার্তা নিয়ে বছরটি শুরু হবে। এ বছর আপনি শৃঙ্খলা পরায়ণ ও কর্মতৎপর হয়ে উঠেন, সেই সঙ্গে সময়ের সদ্ব্যবহার করতে পারলে সাফল্য আপনার করায়ত্তে।নিজ নিজ অবস্থান অনুযায়ী আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। মুরুব্বী, স্থানীয়, উচ্চপদস্থ প্রভাবশালীদের সাহায্য সহযোগিতা, অনুপ্রেরণা পাবেন। প্রেম রোমান্সে উষ্ণতার অভাব থাকবে। রোমান্টিক সম্পর্কে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের কোনো সমস্যায় টেনশনে থাকতে পারেন। ইনকাম বৃদ্ধি পেলেও অর্থ সঞ্চয় কম হবে। আত্মীয়স্বজন কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। এ বছর কিছু গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে শারীরিক ও মানসিক সুস্থতার ব্যাপারে অধিকতর মনোযোগী হতে হবে। বন্ধুবান্ধব, সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। নতুন সম্পর্ক স্থাপন বা বিয়ের ব্যাপারে বছরটি অনুকূল। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়।কিছুটা শত্রুতা বাড়বে। অর্থনৈতিক বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি সুযোগ-সুবিধা পেতে পারেন। এ বছর কেউ কেউ নতুন গাড়ি, বাড়ি ক্রয় করতে পারবেন এবং ঘরবাড়ি নির্মাণেও হাত দিতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।অতিরিক্ত কাজের চাপের জন্য মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।
কন্যা রাশি || ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
প্রধান বৈশিষ্ট্য: মিশ্র, সৌম্য ও স্ত্রী রাশি
প্রভাবকারী গ্রহ: বুধ
শুভ সংখ্যা: ৫
শুভ বার: বুধ ও শুক্রবার
শুভ তারিখ: ৩, ৫, ১২, ১৪, ১৫, ২১, ২৩, ২৪, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: সবুজ, হলুদ
২০২৬ সাল কন্যা রাশির জাতক-জাতিকার জন্য শুভাশুভ মিশ্র বছর। এ বছরে আপনাকে অনেক উদ্যমী হতে হবে। এ বছর ব্যক্তিগত জীবনে সফলতা ও সুখ সমৃদ্ধি প্রাপ্তির বছর। ক্যারিয়ার সমৃদ্ধির জন্য কিছু শুভ নক্ষত্রের শুভ প্রভাব কন্যা রাশির উপর থাকবে। তবে ব্যক্তিগত অগ্রগতির জন্য শৃঙ্খলা পরায়ণ ও সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের জন্য বছরটি অনুকূল। বিশেষ করে উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। আর্থিক বিষয়ে বছরটি বেশ সন্তোষজনক। বছরের মধ্যভাগ থেকে সঞ্চয় বৃদ্ধি পাবে। আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত চাপ বাড়বে। কিছুটা ভুল বোঝাবুঝি ও শত্রুতার মুখোমুখি হতে হবে। পারিবারিক কিছু বিষয় নিয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে। পারিবারিক বিষয়ে আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাকে কর্তব্য সচেতন ও কৌশলী হতে হবে। ব্যবসায় নতুনভাবে অর্থ বিনিয়োগে দূরদর্শী হতে হবে। ব্যাংক ঋণ ও উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের যোগ আছে। বন্ধু নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমে আপনাকে আরো দূরদর্শী হতে হবে। রোমান্টিক সম্পর্কে আপনাকে দৃঢ়তার পরিচয় দিতে হবে। এ বছর স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। জমি সংক্রান্ত বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে। পরিবার ও দাম্পত্য জীবনে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ কম থাকবে।দাম্পত্য জীবনে বিতর্কিত কিছু এড়িয়ে চলুন। সামাজিক পরিবেশে কথাবার্তায় সচেতনতা প্রয়েজন। এ বছর আপনার তীক্ষ্ণ বুদ্ধি ও বাস্তবতা বোধের আলোকে অনেক অনেক কঠিন পরিস্থিতি থেকেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন।
তুলা রাশি || ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
প্রধান বৈশিষ্ট্য: চর, বিষম ও পুরুষ রাশি
প্রভাবকারী গ্রহ: শুক্র
শুভ সংখ্যা: ৬
শুভ বার: শুক্রবার
শুভ তারিখ: ৩, ৫, ৬, ১২, ১৪, ২১, ২৩, ৯, ১৮, ২৭ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: সাদা, নীল, সবুজ
২০২৬ সালে আপনাকে অনেক ভাবনা চিন্তা ও পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য লাভ করতে হবে। পেশাগত ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তাদের প্রত্যাশিত পদোন্নতির সম্ভাবনা আছে। নতুন চাকরির সন্ধানে যারা করছেন, তাদের অনেকেই শুভ সংবাদ পেতে পারেন। এ বছর পরিবার পরিমণ্ডলে একটা পরিবর্তন আপনি অনুভব করবেন। এটা আপনার জন্য ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। পেশা ও কর্মক্ষেত্রে কিছুটা নেতিবাচক শত্রুতা বাড়তে পারে। গ্রহ নক্ষত্রের প্রভাবে নতুন ব্যবসারও সুযোগ পাবেন। যোগাযোগ মাধ্যমে সবগুলো ক্ষেত্রেই সর্তকতা অবলম্বন করুন। এ বছর পারিবারিক জীবনে সমস্যার যোগ রয়েছে। ভাইবোন বা আত্মীয়স্বজনদের কারণে দুশ্চিন্তায় থাকতে পারেন। সৃজনশীল কর্মে উৎসাহ উদ্দীপনা পাবেন। সন্তান বিষয়ক ব্যাপার শুভ বলা যায়। অনেকে নবজাতকের আগমনে আনন্দিত হবেন, শান্তি ও স্বস্তি ফিরে পাবেন। যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা প্রয়োজন। বন্ধুবান্ধবদের কাছ থেকে দীর্ঘস্থায়ীভাবে কিছু আশা করলে মনে কষ্ট পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি অতিমাত্রায় দুর্বলতা পরিহার করুন। এ বছর আপনার চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যগত বিষয়ে বিশেষ সচেতনতা প্রয়োজন।
বৃশ্চিক রাশি || ২৩ অক্টোবর-২১ নভেম্বর
প্রধান বৈশিষ্ট্য: স্থির সৌম্য ও স্ত্রী রাশি
প্রভাবকারী গ্রহ: মঙ্গল
শুভ সংখ্যা: ৯
শুভ বার: মঙ্গলবার
শুভ তারিখ: ৩, ৬, ৯, ১২, ১৮, ২১, ২৪, ৯, ২৭, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: লাল, হলুদ, গোলাপী
২০২৬ সালে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে সাফল্য আসবে। আপনার প্রত্যাশিত সাফল্য জন্য অতিরিক্ত পরিশ্রম ও ধৈর্যশীল হতে হবে। কর্মজীবনে সবধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম হবেন। বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িতদের জন্য বছরটি বেশ শুভ সম্ভাবনাময়। জনপ্রিয়তা ও মর্যাদা বাড়তে পারে। প্রতিযোগিতামূলক কাজে সফল হওয়া সম্ভবনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর জন্য বছরটি অনুকূল।তবে শিক্ষার্থীদেরকে অনেক অধ্যবসায়ী হতে হবে। এ সময় আপনার কোনো সৃজনশীল কর্মের জন্য নন্দিত হতে পারেন। প্রেম ভালোবাসায় নতুনত্বের সন্ধানে আগ্রহী হবেন। সন্তান সংক্রান্ত বিষয়ে বছরটি অনেকটাই শুভ বলা যায়। বিশেষ করে সন্তানের কোনো সাফল্য আপনাকে আনন্দিত করবে। যৌথ কাজ কারবার, বীমা উইল বা দান সূত্রে প্রাপ্ত অর্থসম্পদ সংক্রান্ত ব্যাপারে সমস্যা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের আরো উদ্যমী হতে হবে। শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি, ফলমূল খাওয়া উচিত। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকতে হবে। গৃহ জীবনে যেকোনো সিদ্ধান্ত ধীরস্থিরভাবে নিবেন। রাগ, ক্ষোভ জমিয়ে রাখবেন না।
ধনু রাশি || ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
প্রধান বৈশিষ্ট্য: অগ্নি, বিষম ও পুরুষ রাণি
প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি
শুভ সংখ্যা: ৩
শুভ বার: বৃহস্পতি, রবি, সোম
শুভ তারিখ: ৩, ৬, ৯, ১২, ১৫, ২১, ২৪, ২৭, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ :হলুদ, সোনালী, ক্রিম
২০২৬ সালে আপনার নতুন যোগাযোগে উন্নতির যোগ রয়েছে। কিছু গ্রহ-নক্ষত্রের প্রভাবে পৃথিবীর সম্পর্কে, মানুষ সম্পর্কে আপনার চিন্তা চেতনায় পরিবর্তন আসবে। কর্মস্থলে পদস্থ কারো সহযোগিতা পাবেন। পেশাগত কাজে প্রত্যাশা অনুযায়ী সফল হলেও অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে এগোতে হবে। বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। কারো কারো অর্থ সম্পদের বিষয়ে সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। বছরের প্রথম দিন থেকেই বিদেশ সংক্রান্ত বিষয় শুভ সম্ভাবনাময়। পিতা-মাতার অসুস্থতা দুশ্চিন্তার কারণ হতে পারে।বন্ধুবান্ধব, সংগঠনিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বন্ধুবান্ধবদের আচার-আচরণে পরিবর্তন লক্ষণ করবেন। পারিবারিক পরিমণ্ডলে সব বিষয়ে ধৈর্য সহনশীলতা সাবধানতা অবলম্বন করবেন। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হলে ইতিবাচক থাকুন। প্রেমের ক্ষেত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতা সঞ্চিত হবে। শিক্ষার্থীদের জন্য বছরটি অনুকূল, প্রত্যাশিত ফলাফল লাভের সম্ভাবনা আছে। স্বাধীন পেশায় সম্পৃক্তদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। শারীরিক বিষয়ে বিশেষ সচেতনতা প্রয়েজন। স্নায়ুতন্ত্র, ফুসফুস, লিভার পীড়া থেকে সতর্কতা প্রয়োজন। এ বছর সবক্ষেত্রে আপনার ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর না করে অন্যের বক্তব্যকে গুরুত্ব দিন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। অপ্রিয় কথা বলার কারণে প্রবল প্রতিপক্ষ সৃষ্টি হবে, এ বিষয়ে সচেতন থাকুন। কোনো দুর্ঘটনায় সাময়িক শয্যাশায়ী হওয়াও অস্বাভাবিক নয়। স্থানীয় কারো সঙ্গে মতানৈক্য বা ভুল বোঝাবুঝি থেকে থাকলে নতুন বছরে তার অবসান ঘটবে। গবেষণাও উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্যও বছরটি অনুকূল।
মকর রাশি || ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
প্রধান বৈশিষ্ট্য: চর, সৌম্য ও স্ত্রী রাশি
প্রভাবকারী গ্রহ: শনি
শুভ সংখ্যা: ৮
শুভ বার: শনি
শুভ তারিখ: ৪, ৫, ৮, ১৩, ১৪, ১৭, ২২, ২৩, ২৬, ৩১ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ:নীল, বেগুনী, সাদা, ক্রিম
২০২৬ সাল মকর রাশির জাতিক-জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। এ বছর শিক্ষা, কর্ম, স্বাস্থ্য, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে। সামগ্রিক সফলতার জন্য রাগ, জেদ, অহংকার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে বড় রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা কম। পারিবারিক জীবনে কৌশলী হন, সমস্যা অনেক কম হবে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে আপনাকে আরো কৌশলী হতে হবে। অতীতের সৃজনশীল কোনো কর্মের জন্য সুনাম, স্বীকৃতি পেতে পারেন। খেলাধুলায় জড়িতদের জন্য বছরটি শুভ সম্ভবনাময়। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। কেউ কেউ বাতব্যথা জনিত রোগে ব্যাপকভাবে ভুগতে পারেন। হতাশাবাদী, সন্দেহ পরায়ণ, সংকীর্ণমনা লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। এই বছর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন, না হলে ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।অপ্রত্যাশিত পরিবর্তনকে মেনে নিয়ে নতুন শক্তিতে উজ্জীবিত হতে পারলে এই বছরটিকে আপনিও উপভোগ করতে পারবেন। ভয়, আশঙ্কা, সন্দেহ প্রবণতাকে প্রশ্রয় দিবেন না।
কুম্ভ রাশি || ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
প্রধান বৈশিষ্ট্য: স্থির, বায়বীয়, বিষম ও পুরুষ
প্রভাবকারী গ্রহ: শনি
শুভ সংখ্যা: ৪, ৮, ৭
শুভ বার: শনি, শুক্র, বুধ
শুভ তারিখ :২, ৪, ৫, ৮, ১১, ১৩, ১৪, ১৭, ২০, ২২, ২৩, ২৬, ২৯, ৩১ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: নীল, বেগুনী, ক্রিম, সাদা
২০২৬ সাল কুম্ভের জন্য শুভ পরিবর্তনের বার্তা দিচ্ছে। কর্ম পেশায় উন্নতির শুভবার্তা দিচ্ছে। বিদ্যার্থীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। বিদ্যা শিক্ষার বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এবং বাধা বিঘ্নকে প্রতিহত করে বিদ্যা শিক্ষার আগ্রহে আগ্রহী হয়ে উঠুন বছরে প্রথম থেকে। এ বছরে জমিজমা সংক্রান্ত বিষয়ে পুরোনো কোনো জটিলতা অবসানের সম্ভবনা রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি শুভ। অতীতের কোনো ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান হবে। বিয়ের জন্য বছরটি বেশ অনুকূল। কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিত মানুষটি হয়ে উঠতে পারে জীবনসঙ্গী। এবছর যারা ঋণ নিতে আগ্রহী বিশেষ করে ব্যাংক ঋণ সহজেই পাওয়া সম্ভব। পরিচিত কারো আচার-আচরণ মানসিক কষ্টের কারণ হতে পারে। এ বছর বন্ধুবান্ধব, গোষ্ঠী সংগঠনের বিষয়ে সুফল পাবেন এবং আপনার আশা-আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রেও সুযোগ মিলবে। ব্যবসায়ীদের নিজ নিজ ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। চাকরিজীবীদের আর্থিক উন্নতি সম্ভাবনা রয়েছে। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। কিছু কিছু জাতক-জাতিকাদের কোমর মেরুদন্ডসহ হাড়ের রোগ দেখা দিতে পারে। ঠান্ডা জনিত রোগের বিষয়ে সতর্ক থাকুন। এ বছর আপনাকে আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে, সেই সঙ্গে অপ্রত্যাশিত ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন।
মীন রাশি || ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
প্রধান বৈশিষ্ট্য: সৌম্য, মিশ্র এবং স্ত্রী রাশি
প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি
শুভ সংখ্যা:৭ ও ৩
শুভ বার: বৃহস্পতি ও মঙ্গলবার
শুভ তারিখ: ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০ (যেকোনো ইংরেজি মাস)
শুভ বর্ণ: হলুদ, ক্রিম, এ্যাশ, সাদা
২০২৬ সালে মীন রাশির জাতক-জাতিকারা পুঞ্জীভূত সব রকম সমস্যা ও কষ্ট থেকে মুক্ত হবেন। অনেক শুভ পরিবর্তন ও নতুন সুযোগ তৈরি হবে এই বছর। নতুন আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। ব্যবসায়িক পরিকল্পনা ও সিদ্ধান্ত নেয়ার জন্য অনুকূল সময়। আকস্মিক অর্থ ব্যয়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা আপনাকে কিছুটা বিব্রত করতে পারে। অর্থনৈতিক বিষয়ে ক্রমশ উন্নতি হবে। কর্মজনিত যশ বৃদ্ধি হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক অটুট থাকবে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেম রোমাঞ্চের ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ ভ্রমণের বিষয়ে সুফল লাভের সম্ভাবনা। দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হবে। পরিচিত কারো সঙ্গে অতীতের কোনো ভুল বোঝাবুঝি থাকলে অবসান হবে। জীবনসঙ্গী বা প্রিয়জনের পরামর্শ আপনার জীবনে সুদূরপ্রসারী সফলতা এনে দেবে। গ্রহ-নক্ষত্রের শুভ অবস্থানের কারণে অতীতের কোনো রোগব্যাধি থেকেও সরে উঠতে পারেন। তবে মানসিক অস্থিরতা, আবেগপ্রবণতা, অনিদ্রাজনিত সমস্যা বাড়তে পারে। দুর্ঘটনা জনিত কারণে কোনো আঘাত লাগতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। বিনিয়োগের ক্ষেত্রে সর্তকতা ও সচেতনতা প্রয়োজন। সিদ্ধান্তহীনতার কারণে বন্ধুবান্ধবের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। এই বছর আপনি সামগ্রিকভাবে নতুনত্বকে উপলব্ধি করতে পারবেন। কিছুটা চ্যালেঞ্জ থাকলেও কর্ম, ব্যবসায় সাফল্যের নতুন স্তরে পৌঁছাতে পারবেন।