জাতীয়

মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার মৌচাক ফ্লাইওভারের ওপর অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক মোহাম্মদ নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত মোহাম্মদ নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রমেজ তালুকদার।  মোহাম্মদ ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদা ১৪১ নম্বর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জহিরুল ইসলাম।