চুয়াডাঙ্গায় নতুন বছরের প্রথম দিন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার (৩১ ডিসেম্বর) ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২ জানুয়ারি) তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী ৩ তারিখ থেকে আবার তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে।
এদিকে, ঠান্ডাজনিত নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে।
চিকিৎসকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তাদের পরমর্শ, কেউ গুরুতর অসুস্থ হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে হবে।