সারা বাংলা

ঘন কুয়াশা-তীব্র শীতে পর্যুদস্ত পটুয়াখালী

ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর জনজীবন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। 

জেলার অনেক স্থানে ঘন কুয়াশার দৃষ্টিসীমা ছিল ৫০ মিটারের নিচে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। চরম দুর্ভোগ পোহাচ্ছেন চরাঞ্চলসহ গভীর সাগরে অবস্থানরত জেলেরা। অনেকেই একটু উষ্ণতার আশায় আগুন পোহাচ্ছেন। 

কুয়াকাটা পৌর শহরের ভ্যানচালক পঞ্চাশোর্ধ্ব খায়রুল মিয়া বলেন, “গতকাল এবং আজ বছরের সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। সকালে পর্যটক নিয়ে সূর্য উদয়ের পয়েন্টে গিয়েছিলাম। ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে খুব ধীরে গাড়ি চালাতে হয়েছে। এভাবে শীত চলতে থাকলে আমাদের কষ্টের কোন শেষ থাকবে না।” 

কুয়াকাটা সৈকতের মোটরসাইকেল চালক মিয়া বলেন, “মোটা কাপড় গায়ে দিয়ে ভোর রাতে বীচে নেমেছি। সকালে পর্যটকদের নিয়ে গঙ্গামতির চর গিয়েছিলাম। কিন্তু শীতের কারণে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়েছে। এছাড়া সৈকত এলাকায় ব্যাপক কুয়াশা ছিল। গত কয়েকদিন ধরে প্রবল শীত অনুভূত হচ্ছে। আমাদের অনেক মোটরসাইকেল চালক শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, “আগামী এক সপ্তাহ দূরে আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। তবে শীত আরো বাড়ার সম্ভাবনা নেই।”