বিনোদন

পিয়া বিপাশার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। তারপর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন, তবে এই অঙ্গনে প্রত্যাশিত অবস্থান গড়ে তুলতে পারেননি। ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হলেও নানা জটিলতায় অধিকাংশই আলোর মুখ দেখেনি। একপর্যায়ে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিয়া। এখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।  

বর্তমানে নিউ ইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন পিয়া। সেখানে মার্কিন এক নাগরিকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। সদ্য বিদায়ী বছরে পিয়া জানান দেন, তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। যদিও বছরের শুরুতে তিনি জানিয়েছিলেন, বছরের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি। ইনস্টাগ্রামে দেওয়া পোস্ট থেকে জানা যায়, গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

বিয়ের পর থেকেই বেশ আনন্দঘন পরিবেশে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন পিয়া। সম্প্রতি দু’জনে মিলে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। রাতের বেলায় সুইমিংপুলে স্বামীর সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে আলোচনা। 

ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জীবনের নতুন পথচলা শুরু করেছেন পিয়া বিপাশা। দেশের শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিলেও, ভিন্ন দেশে ভিন্ন বাস্তবতায় তিনি গড়ে তুলেছেন নতুন এক পরিচয়। পুরোনো অধ্যায় পেছনে ফেলে নতুন সম্পর্ক, নতুন জীবন আর নতুন অভিজ্ঞতায় এখন তিনি আর রূপকথার নায়িকা নন—বাস্তব জীবনের সংগ্রামী এক নারী।