নতুনের আহ্বান জানিয়ে ২০২৬ সালের সূর্যোদয়-সূর্যাস্ত—দুটোই ঘটেছে। চলতি বছরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ফায়ারপাওয়ার’ সিনেমার সংখ্যা মোটেও কম নেই। সিক্যুয়েল, থ্রিক্যুয়েল, তারকাবহুল ও মহাকাব্যের বসরা সাজিয়েছে বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে ‘রামায়ণ পার্ট ১’, ‘আলফা’ থেকে ‘ধুরন্ধর টু’—সব মিলিয়ে বছরটি ফিল্মের বছর হতে যাচ্ছে।
ফেলে আসা বছরে ভিকি ও রণবীর সিংয়ের বদৌলতে বলিউড বক্স অফিসে বিশেষ পদচিহ্ন এঁকেছে। সেই গতি আরো জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বলিউড সিনেমার সূচির শুরুর দিকে থাকছে রণবীর কাপুরের দুটো সিনেমা। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে অনুপস্থিত থাকা শাহরুখ খান ও সালমান খান ফিরছেন আশার বাণী দিয়ে; তাদের উপস্থিতি থিয়েটারকে উৎসবে পরিণত করতে পারে।
দক্ষিণী সিনেমার দৃশ্যপট আরো রোমাঞ্চকর। মুখোমুখি হবে দুটি রাজনৈতিক ঘরানার সিনেমা। কমল হাসান, রজনীকান্ত, মাম্মতি ও মোহনলাল—সবারই আলোচিত সিনেমা মুক্তির লাইনে রয়েছে। কন্নড় সিনেমা প্যান-ইন্ডিয়ার মাঠে এখন সমান ও দক্ষ খেলোয়াড়। ‘কেজিএফ’-এর পর সবচেয়ে দুঃসাহসী বাজি ধরছে ‘টক্সিক’ সিনেমা। তেলুগু ইন্ডাস্ট্রিতে রয়েছে—‘পেদ্দি’, ‘রাজা সাব’, আর প্রশান্ত নীলের পরের ‘বারাণসী’ সিনেমা। চলুন দেখে নেওয়া যাক, নতুন বছরের সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় সিনেমাগুলো—
রামায়ণ পার্ট-১ পরিচালক: নিতেশ তিওয়ারি অভিনয়ে: রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল মুক্তি: ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তির কথা রয়েছে
লাভ অ্যান্ড ওয়ার পরিচালক: সঞ্জয় লীলা বানসালি অভিনয়ে: রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল মুক্তি: ২০২৬ সালের দ্বিতীয় বা তৃতীয় ভাগে সিনেমাটি মুক্তির কথা রয়েছে
জন নায়াগান পরিচালক: এইচ. বিনোথ অভিনয়ে: থালাপাতি বিজয়, পূজা হেগড়ে, ববি দেওল মুক্তি: ৯ জানুয়ারি
টক্সিক পরিচালক: গীতু মোহনদাস অভিনয়ে: যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি মুক্তি: ১৯ মার্চ
দ্য রাজা সাব পরিচালক: মারুতি অভিনয়ে: প্রভাস, মালবিকা মোহনান, নিধি আগরওয়াল, সঞ্জয় দত্ত মুক্তি: ৯ জানুয়ারি
ধুরন্ধর টু পরিচালক: আদিত্য ধর অভিনয়ে: রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন মুক্তি: ১৯ মার্চ
কিং পরিচালক: সিদ্ধার্থ আনন্দ অভিনয়ে: শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন মুক্তি: ২০২৬ সালের তৃতীয় বা চতুর্থ ভাগে সিনেমাটি মুক্তির কথা রয়েছে
দ্য প্যারাডাইজ পরিচালক: শ্রীকান্ত ওডেলা অভিনয়ে: নানি, সোনালি কুলকার্নি, রাঘব জুয়েল মুক্তি: ২৬ মার্চ
আলফা পরিচালক: শিব রাওয়ালি অভিনয়ে: আলিয়া ভাট, শর্বরী, অনিল কাপুর মুক্তি: ২০২৬ সালের দ্বিতীয় বা তৃতীয় ভাগে সিনেমাটি মুক্তির কথা রয়েছে
জেলার টু পরিচালক: নেলসন দীলিপকুমার অভিনয়ে: রজনীকান্ত, এসজে সুরিয়া, রম্যা কৃষ্ণান, বিদ্যা বালান মুক্তি: ১২ জুন
ব্যাটল অব গালওয়ান পরিচালক: অপূর্বা লাখাই অভিনয়ে: সালমান খান, চিত্রাঙ্গদা সিং মুক্তি: ১৭ এপ্রিল
ও রোমিও পরিচালক: বিশাল ভরদ্বাজ অভিনয়ে: শহিদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকর মুক্তি: ১৩ ফেব্রুয়ারি
পেদ্দি পরিচালক: বুচি বাবু সানা অভিনয়ে: রাম চরণ, জাহ্নবী কাপুর, বোমান ইরানি, শিবা রাজকুমার মুক্তি: ২৭ মার্চ
পরাশক্তি পরিচালক: সুধা কঙ্গারা অভিনয়ে: শিবাকার্তিকেয়ান, রবি মোহান, শ্রীলীলা মুক্তি: ১০ জানুয়ারি
দৃশ্যম থ্রি পরিচালক: জীতু জোসেফ অভিনয়ে: মোহনলাল, মীনা, আনসিবা হাসান মুক্তি: ২০২৬ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে
কেডি: দ্য ডেভিল পরিচালক: প্রেম অভিনয়ে: ধ্রুবা সরাজ, সঞ্জয় দত্ত, কিচ্ছা সুদীপ মুক্তি: ৩০ এপ্রিল
তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া