সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রতিদিন নতুন কোনো মেকআপ প্রোডাক্ট, রুটিন বা হ্যাক দেখায়। অনেকেই প্রাইমারকে মেকআপের একটি ঐচ্ছিক বা অপ্রয়োজনীয় ধাপ মনে করেন এবং সরাসরি ফাউন্ডেশন বা কনসিলার ব্যবহার করে ফেলেন। আবার অনেকে মনে করেন প্রাইমার স্কিপ বা ব্যবহার না করলে ত্বকের সমস্যা হয়। এই বিষয়ে ডার্মাটোলজিস্ট কী বলেন, চলুন জেনে নেওয়া যাক।
প্রাইমার ব্যবহারের নিয়ম হলো শুরুতে ত্বক পরিষ্কার করে ও ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা, তারপর অল্প পরিমাণ প্রাইমার আঙুল, ব্রাশ বা স্পঞ্জ দিয়ে মুখ ও গলার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে।
ভারতীয় ডার্মাটোলজিস্ট ডা. শরিফা চাউসে বলেন, ‘প্রাইমার শুধু মেকআপকে মসৃণ দেখাতে সাহায্য করে—তা নয়। এটি আপনার ত্বকের ওপর একটি সুন্দর, মসৃণ বেস তৈরি করে। প্রাইমার ত্বরেক ছিদ্র অসামঞ্জস্যপূর্ণ টেক্সচার কমাতে সাহায্য করে। এটি তেল বা শুষ্কতা নিয়ন্ত্রণ করে ফলে মেকআপকে অনেকক্ষণ ত্বকে টিকে থাকতে পারে। এছাড়া এটি সরাসরি মেকআপ ও ত্বকের যোগাযোগ কমিয়ে ত্বককে রক্ষা করে।’’
প্রাইমার না ব্যবহার করলে কী হয়? যদি প্রাইমার ব্যবহার না করে সরাসরি মেকআপ করেন, তাহলে ফাউন্ডেশন ছিদ্রে ও সূক্ষ্ম রেখায় বসে যেতে পারে, ফলে ফলাফল অসম এবং অসমান দেখায়। তেল ও ঘাম ফাউন্ডেশনকে দ্রুত ভেঙে দিতে পারে। আদ্র আবহাওয়ায় এইটা আরও চোখে পড়ে।
ডা. চাউসে বলেছেন ‘‘ যাদের ত্বকের স্বাস্থ্য ভালো এবং যারা খুব কম মেকআপ করেন তারা প্রাইমার ছাড়াও মেকআপ ব্যবহার করতে পারেন।
কিন্তু যাদের ত্বক তৈলাক্ত এবং ত্বকে বড় বড় ছিদ্র, অসম টেক্সচার আছে তাদের ক্ষেত্রে প্রাইমার ব্যবহার করাই ভালো। এ ছাড়া দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে চাইলে প্রাইমার ব্যবহার করা সত্যিই জরুরি।’’
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস