বিনোদন

নতুন বছরে টফিতে মুক্তি পেল ‘ব্যাচেলর ইন ট্রিপ’

নতুন বছরের প্রথম দিনেই দর্শকদের জন্য চমক নিয়ে এসেছে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ এখন থেকে দেখা যাচ্ছে টফি অ্যাপে। 

ভ্রমণকেন্দ্রিক এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ। 

‘ব্যাচেলর ইন ট্রিপ’ মূলত একটি ট্রাভেল স্টোরি, যেখানে রোমান্টিক ও কমেডির পাশাপাশি রয়েছে অ্যাডভেঞ্চার ও রহস্যের ছোঁয়া। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের খোঁজে কুয়াকাটায় বেড়াতে যাওয়া কয়েকটি ব্যাচেলর গ্রুপকে ঘিরে এগিয়েছে গল্প। মহামারির পর জীবনের প্রতি মানুষের নতুন উপলব্ধি, জীবন উপভোগ করার তীব্র আকাঙ্ক্ষা এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার আনন্দ এই চলচ্চিত্রের মূল ভাবনায় জায়গা পেয়েছে। সমুদ্রপাড়ের রোমাঞ্চের সঙ্গে কিছু অপরাধচক্রের উপস্থিতি গল্পে যোগ করেছে উত্তেজনা ও রহস্য। 

চলচ্চিত্রটির অন্যতম অভিনয়শিল্পী শিরিন শিলা বলেন, “হল ও সিনেপ্লেক্সে মুক্তির সময় দর্শকরা সিনেমাটি বেশ উপভোগ করেছিলেন। এবার ওটিটির দর্শকদের জন্য বাংলালিংকের টফি প্ল্যাটফর্মে মুক্তি পেল। আশা করছি, এখানেও দর্শকরা সিনেমাটি দেখে আনন্দ পাবেন।” 

নির্মাতা নাসিম সাহনিক বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। সেই ধারাবাহিকতায় দেশের হল ও সিনেপ্লেক্সে প্রদর্শনের পর এবার টফি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল। সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী চলবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আবারো হল ও সিনেপ্লেক্সে প্রদর্শনের অনুরোধ আসছে। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু বিবেচনায় নিয়ে বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি স্যাটেলাইট টেলিভিশনেও সিনেমাটি প্রচার হবে।” 

বছরের শুরুতেই ভ্রমণ, বন্ধুত্ব ও জীবনের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি ওটিটি দর্শকদের জন্য এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।