উত্তর কোরিয়ার নেতার মেয়ে কিম জু আয়ে প্রথমবারের মতো তার দাদা এবং প্রপিতামহের সমাধিস্থলে গিয়েছেন। বিষয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশটির শীর্ষনেতার উত্তরাধিকার হিসেবে তার অবস্থানকে আরো দৃঢ় করে তুলেছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কিম পরিবার কয়েক দশক ধরে কঠোর নিয়ন্ত্রণের সাথে উত্তর কোরিয়া শাসন করেছে এবং তাদের তথাকথিত ‘পাইকতু রক্তধারা’ ঘিরে ব্যক্তিত্বের একটি সম্প্রদায় দেশটির দৈনন্দিন জীবনে আধিপত্য বিস্তার করে।
বর্তমান নেতা কিম জং উন তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুং-এর পরে বিশ্বের একমাত্র কমিউনিস্ট রাজতন্ত্রে শাসনকারী তৃতীয় ব্যক্তি।
রাষ্ট্রীয় প্রচারণায় ‘চিরন্তন নেতা’ হিসেবে অভিহিত এই দুই ব্যক্তিকে পিয়ংইয়ং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল সমাধিস্থল কুমসুসান প্রাসাদে সমাহিত করা হয়েছিল।
রাষ্ট্রীয় পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম জং উন শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রাসাদ পরিদর্শন করেছেন। সংস্থা প্রকাশিত ছবিতে তার সাথে কন্যা জু এইকে দেখানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা গত বছর জানিয়েছিল, বেইজিংয়ে বাবার সাথে এক উচ্চ পর্যায়ের সফরে যাওয়ার পর কিম জু আয়েকে উত্তর কোরিয়া শাসনের জন্য পরবর্তী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিউলের সেজং ইনস্টিটিউটের চেওং সিওং-চ্যাং জানিয়েছেন, তিনি আশা করেন জুকে শিগগিরই ‘দেশীয় এবং আন্তর্জাতিকভাবে পরবর্তী উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।’