সারা বাংলা

মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি মারা গেছেন। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভাংগাপোল এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ শনিবার সকালে ভাংগাপোল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। এসময় ফাল্গুনী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা কেউ মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। পরিচয় শনাক্তের কাজ চলছে।