পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও শেয়ার ইস্যুর বিধিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং মূলধন উত্তোলনের প্রক্রিয়াকে আরো আধুনিক করতে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’।
বিএসইসির সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এই নতুন বিধিমালাটি কার্যকর করা হয়।
বিএসইসি জানিয়েছে, এই নতুন বিধিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং শেয়ার ইস্যু সংক্রান্ত বা পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলনের প্রক্রিয়াকে বৈশ্বিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ করা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ইচ্ছুক কোম্পানি এবং বাজার সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোকে এই নতুন নির্দেশিকা মেনেই শেয়ার ইস্যু করতে হবে। বিনিয়োগকারী ও অংশীজনদের সুবিধার্থে নতুন বিধিমালাটি বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট www.sec.gov.bd- এ আপলোড করা হয়েছে। ওয়েবসাইটের ‘Securities Laws’ মেনুর অন্তর্গত ‘Securities Laws, Rules, Regulations’ সাব-মেনু থেকে যে কেউ এটি দেখতে বা ডাউনলোড করতে পারবেন।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিধিমালা কার্যকর হওয়ার ফলে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে গুণগত পরিবর্তন আসবে এবং শক্তিশালী কোম্পানিগুলোর বাজারে আসার পথ আরো সুগম হবে।