আন্তর্জাতিক

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে: চীন

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানানোর পাশাপাশি আটকের ঘটনাটিকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে বেইজিং। খবর আল-জাজিরার।

রবিবার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র জোরপূর্বক আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় চিন গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতিনীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার পরিপন্থি। চীন মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে, ভেনেজুয়েলা সরকার পতনের চেষ্টা বন্ধ করতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে।”

ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটে চীন শুরু থেকেই মাদুরো সরকারের অন্যতম প্রধান মিত্র হিসেবে পাশে দাঁড়িয়েছে। বর্তমান এই পরিস্থিতি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 

মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) বন্দি রাখা হয়েছে। নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এমডিসি অত্যন্ত ‘ভয়ঙ্কর’ কারাগার হিসেবেও পরিচিত। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে, মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা বা তাকে কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।