বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনে ক্ষুব্ধ মাহি: অবশেষে ভেঙেই গেল ১৪ বছরের সংসার

ভারতীয় তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি। এর আগেও তাদের সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল। তবে গত বছরের অক্টোবরের শেষের দিকে গুঞ্জন চাউর হয়, ভেঙে যাচ্ছে এ দম্পতির ১৪ বছরের সংসার। পরবর্তী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহি। অবশেষে ভেঙেই গেল জয়-মাহির সংসার। 

রবিবার (৪ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জয়-মাহি। এ বিবৃতি বলা হয়েছে, “আজ আমরা জীবন নামে এক যাত্রায় আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা একে অপরের পাশে থাকব।” 

আলাদা হয়ে গেলেও সন্তানদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জয়-মাহি। এ তথ্য জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সন্তান তারা, খুশি ও রাজবীরের স্বার্থে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেরা বাবা-মা, সেরা বন্ধু এবং যা কিছু প্রয়োজন—তাদের জন্য তাই হয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমরা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারি।” 

মাহি

জয়-মাহির বিবাহবিচ্ছেদে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব নেই। বিষয়টি পরিষ্কার করে বিবৃতিতে বলা হয়েছে, “যদিও আমরা আলাদা পথে হাঁটছি, তবে এই গল্পে কোনো খলনায়ক নেই। এই সিদ্ধান্তের সঙ্গে কোনো নেতিবাচকতা জড়িয়ে নেই। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে দয়া করে জেনে রাখুন, আমরা নাটকের বদলে শান্তি এবং সবকিছুর ঊর্ধ্বে মানসিক সুস্থতাকেই বেছে নিয়েছি।” 

কাগজে-কলমে স্বামী-স্ত্রী না থাকলেও সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার কথা জানিয়েছেন জয়-মাহি। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা একে অপরকে সম্মান করে যাব, একে অপরকে সমর্থন করব এবং আগের মতোই বন্ধু থাকব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, সামনে এগিয়ে যাওয়ার পথে আপনাদের কাছ থেকে সম্মান, ভালোবাসা ও সদয় আচরণ কামনা করছি।” 

জয় ও সন্তানদের সঙ্গে মাহি

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।