জাতীয়

৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স (পঞ্চম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে। এ ধাপে ৩ হাজার ৬০০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ পাবেন।

রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল অনলাইনে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। এতে দেশের ৪৮ জেলার প্রশিক্ষণার্থীরাও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের  সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। দেশের ৮টি বিভাগের ৪৮ জেলায় একযোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরইমধ্যে চারটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশীরা এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আসিফ নজরুল প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের সফলতা জেনে অভিভূত হন এবং এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। দেশের বেকারত্ব লাঘব ও প্রতারণা এড়াতে এ প্রকল্পের ভূমিকা অনিস্বীকার্য বলে তিনি মন্তব্য করেন। 

এ জাতীয় প্রকল্পের আওতায় ১৭ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জেনে তিনি বলেন “১৭ হাজার নয়, ১৭ লক্ষ প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা উচিত, যাতে দেশের কর্মপ্রত্যাশী যুবকরা বেকারত্বের অভিশাপ থেকে বের হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে, পরিবারকে তথা দেশকে সমৃদ্ধ করতে পারে। শুধু প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মন্ত্রণালয়ের সক্ষমতা যাচাইপূর্বক মেইন স্ট্রিমের আওতায় এ ধরনের কার্যক্রম চালু রাখতে হবে। 

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২৯৯ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ২৮ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি ৪৮টি জেলায় একযোগে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৮টি জেলায় চারটি কোয়ার্টারে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আওতায় মোট ১০ হাজার ৮০০ জন তরুণ-তরুণী সফলভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। 

প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।