দ্বৈত নাগরিকত্ব-সংক্রান্ত তথ্য গোপন ও প্রয়োজনীয় নথি দাখিল না করায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডা. ফজলুল হক তার হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা লিখলেও এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ বা নথি জমা দেননি। হলফনামায় দাবি করেছিলেন, গত ২৮ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন তিনি।
তবে বাছাই পর্বের শুনানিতে তিনি জানান, নাগরিকত্ব ত্যাগের জন্য কেবল আবেদন করা হয়েছে এবং আগামী সোমবার এই বিষয়ে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ পাবেন।
একই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।