আন্তর্জাতিক

ছয় দেশের যৌথ বিবৃতি: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হানা ‘চরম বিপজ্জনক নজির’

ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন এক যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

দেশগুলো বলেছে, এ ধরনের পদক্ষেপ শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘চরম বিপজ্জনক নজির’ সৃষ্টি করছে এবং এতে বেসামরিক জনগণের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

মাদুরোকে অপহরণের প্রতিক্রিয়ায় রবিবার (৪ জানুয়ারি) যৌথ বিবৃতিতে ছয় দেশ লিখেছে, ভেনেজুয়েলার সংকটের সমাধান হওয়া উচিত সংলাপ ও আলোচনার মতো শান্তিপূর্ণ উপায়ে; কোনো সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন হানাদার কমান্ডো বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায়। একটি সার্বভৌম দেশে এই ধরনের সামরিক আগ্রসান ইতিহাসে বিরল। গত অর্ধশতাব্দীর মধ্যে পানামার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার যে একটি ঘটনা আছে, সেটিও করেছিল যুক্তরাষ্ট্র।

ছয় দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, ভেনেজুয়েলার ওপর বহিরাগত নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গত এবং এটি গোটা অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলার ভূখণ্ডে একতরফাভাবে পরিচালিত সামরিক অভিযানের প্রতি আমরা গভীর উদ্বেগ ও প্রত্যাখ্যান জানাচ্ছি। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থি, বিশেষ করে শক্তি প্রয়োগ ও শক্তি প্রয়োগের হুমকি এবং জাতিসংঘ সনদে স্বীকৃত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মানের নীতির বিরুদ্ধে।”

মাদুরো ও স্ত্রীকে ধরে নিয়ে নিউ ইয়র্কের কারাগারে বন্দি রাখা হয়েছে। স্থানীয় সময় সোমবার তাকে আদালতে তোলা হতে পারে।