নরসিংদীর পলাশ উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে মনি চক্রবর্তী নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। গতকাল সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর বাজারে নিজ বাসার সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও চরসিন্দুর বাজারে নিজের মুদি দোকানে বেচাকেনা করেন মনি চক্রবর্তী। রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাজারের পাশেই নিজ বাসায় ফিরছিলেন তিনি। বাসার সামনে পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
একজন শান্তিপ্রিয় ব্যবসায়ীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো চরসিন্দুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পেছন থেকে পরিকল্পিতভাবে তাকে আঘাত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”