বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এ অভিযান চালান দুদকের রাঙামাটি কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মো. আবু সাদেক। উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর প্রমুখ।
দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তারা ওষুধ সরবরাহ এবং চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতির বিষয়ে অসঙ্গতি দেখতে পান।
দুদকের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, হটলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালে আমাদের এ অভিযান। অনেক চিকিৎসক ও স্টাফ অনুপস্থিত আছেন। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরে প্রধান কার্যালয়ে তথ্য পাঠানো হবে।
তিনি আরো বলেন, পুরাতন ভবনের পাশে নতুন হাসপাতাল নির্মাণ হলেও সেটি দীর্ঘদিন ধরে চালু হচ্ছে না। ফলে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটি চালুর ব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখা হবে।