সারা বাংলা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ-গজারিয়া নৌরুটের মধ্যবর্তী স্থানে এ ডাকাতি হয়।

ভুক্তভোগী মো. খলিল মিয়া জানিয়েছেন, তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার বাসিন্দা। ট্রলারে করে মুন্সীগঞ্জ শহরে যাওয়ার পথে একটি সাদা স্পিডবোটে করে আসা ১২-১৪ জনের সশস্ত্র ডাকাতদল ট্রলারের গতি রোধ করে। তাদের হাতে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সব মালামাল লুট করে।

তিনি বলেন, “আমি প্রথমে টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। পরে বাধ্য হয়ে নগদ ৬৫ হাজার টাকা ও আমার মোবাইল ফোন দিয়ে দিই।”

আরেক ভুক্তভোগী আকবর আলী বলেন, “হঠাৎ করে স্পিডবোটে করে ডাকাতরা নদীর মাঝখানে আমাদের ট্রলারে উঠে সবাইকে মারধর করতে থাকে। এরপর আমাদের কাছ থেকে সবকিছু লুট করে চাঁদপুরের দিকে চলে যায়।”

চর কিশোরগঞ্জ প্রান্তে অপেক্ষমান যাত্রী আলমগীর হোসেন সামী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গজারিয়ায় যাওয়ার উদ্দেশে চর কিশোরগঞ্জ ফেরিঘাটে এসে জানতে পারেন, দুটি ট্রলারে ডাকাতি হয়েছে। অসংখ্য যাত্রী ডাকাতির শিকার হয়েছেন। অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। 

তিনি প্রশাসনের কাছে নৌ ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেছেন, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো আমার কাছে আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে যৌথ বাহিনীর সহযোগিতায় ডাকাতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”